Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়ামই তৈরি হয়নি?

ভারত-পাকিস্তানের বিশ্বকাপে ম্যাচ হবে এই মাঠে। ছবি : টুইটার
ভারত-পাকিস্তানের বিশ্বকাপে ম্যাচ হবে এই মাঠে। ছবি : টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মহা উত্তেজনার ম্যাচ। আবেগের ম্যাচ। পাশাপাশি সবচেয়ে বেশি বাণিজ্যের ম্যাচও। তাই প্রতিটা বিশ্বকাপে আইসিসি একই গ্রুপে রাখে ভারত-পাকিস্তানকে। বিশ্বের যে প্রান্তে খেলা হোক, এই ম্যাচের টিকিটও ফুরিয়ে যায় নিমিষে।

তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চিত্রটা আলাদা। আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। কিন্তু নাসাউ কাউন্টিতে কোনও স্টেডিয়ামই নেই? নির্দিষ্ট সময়ে সেখানে স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হবে কিনা, প্রশ্ন আছে তা নিয়ে।

ফ্রিল্যান্স ক্রিকেট সাংবাদিক পিটার ডেলা পেনা বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন এক্সে। নাসাউ কাউন্টি স্টেডিয়াম যেখানে হওয়ার কথা সেই আইজ়েনহাওয়ার পার্কে দেখা যাচ্ছে ফাঁকা মাঠ।

আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসনের একটি স্টেডিয়াম তৈরির জন্য অনুমোদন চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র সরকারের।  সেই অনুমোদন এখনও পাওয়া যায়নি। আইসিসি বলছে, এখানে অস্থায়ী একটা স্টেডিয়াম তৈরি হবে।

স্টেডিয়াম নিয়ে ফ্রিল্যান্স ক্রিকেট সাংবাদিক পিটার ডেলা পেনা এক্সে লিখেছেন, “স্টেডিয়াম তৈরি হচ্ছে? ওরা মাঠের একটা অংশও খোঁড়েনি। ফেব্রুয়ারির আগে সেটা হবে বলে মনেও হয় না। এটাই হল নাসাউ কাউন্টি, নিউইয়র্কের স্টেডিয়ামের আসল ছবি,, যেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত