কিলিয়ান এমবাপ্পের পায়ে এখন গোলের মালা। পার্ক দে প্রিন্সেসে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ের ম্যাচে একবার বল জালে পাঠিয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপ্পে।
ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল এখন ৯৩ ম্যাচে ৫৩টি। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে সবার ওপরে আছেন অলিভার জিঁরু। আজারবাইজানের বিপক্ষে অপর দুটি গোল আদ্রিয়াঁ রাবিও ও ফ্লোরিয়ান থাউবিন।
ছয় বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার এক মিনিটের মধ্যে চমৎকার ফিনিশিংয়ে জালের দেখা পেলেন থাউবিন। বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে আছে ফ্রান্স। ম্যাচের শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। এটাই যা দুশ্চিন্তার।

বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে জয় পেয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ডেনমার্ক। তবে ক্রোয়েশিয়া গোলশূন্য ড্র করেছে চেজিয়ার সঙ্গে। ‘এ’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল করেন জশুয়া কিমিখ। একটি করে গোল করেন ডেভিড রাউম ও সের্হে জিনাব্রি। ২ জয় ও ১ হারে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ৬।
গ্রুপ ‘জি’তে মাল্টাকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষেই রইল নেদারল্যান্ডস। জোড়া গোল করেছেন কোডি গাকপো। ৫ ম্যাচে ডাচদের পয়েন্ট ১৩।



