যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।
তাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ লেবার পার্টির জয়ের খবর পেয়েই স্টারমারকে অভিনন্দন জানান সোশাল মিডিয়ায়।
তাকে অভিনন্দন জানানোর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডের লেয়েন।
প্রাপ্ত ফল অনুযায়ী, যুক্তরাজ্যে বৃহস্পতিবারের নির্বাচনে হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে ১২১ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬ আসন; লেবার পার্টি পেয়েছে ৪১২ আসন। এর ফলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ার স্টারমার।
লেবার পার্টি সর্বশেষ ২০০৫ সালের নির্বাচনে জয় পেয়েছিল। সেবার প্রধানমন্ত্রী হন দলটির তৎকালীন নেতা টনি ব্লেয়ার। এরপর ২০১০-২০২৪ সালের প্রথম ভাগ পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতাদের হাতেই থাকে যুক্তরাজ্যের ক্ষমতার চাবিকাঠি।
এবার লেবার পার্টির নিরঙ্কুশ জয়ে যুক্তরাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিতে যাচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি।
লেবার পার্টির জয়ে দলটির নেতা স্টারমারকে অভিনন্দন জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, “আশা করি, দ্বিপক্ষীয় সহযোগিতা, ইউরোপে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের একসঙ্গে কাজ করা অব্যাহত থাকবে।”
লেবার পার্টির জয়ে ফরাসি প্রেসিডেন্টের মতোই আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্টারমারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাজ্যের ক্ষমতায় বসতে যাওয়া স্টারমার এবং তিনি ‘নির্ভরযোগ্য মিত্র’ হয়ে উঠবেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ স্টারমারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমি আশা করি, যুক্তরাজ্য ও ইসরায়েল তাদের ‘ঘনিষ্ঠ বন্ধুত্ব’ আরও শক্তিশালী করবে।”
একই সঙ্গে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ‘তার নেতৃত্ব এবং সবচেয়ে কঠিন এই সময়ে ইসরায়েলের জনগণের পাশে থাকার’ জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ।
অভিনন্দন বার্তায় স্টারমারের সঙ্গে ‘গঠনমূলক অংশীদারত্বের’ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডের লেয়েন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিনন্দন বার্তায় লেবার নেতা স্টারমারকে ‘আমার বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।
একই সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া স্টারমারকে সঙ্গে নিয়ে ‘প্রগতিশীল ও ন্যায্য ভবিষ্যৎ’ নির্মাণের আশা প্রকাশ করেছেন তিনি।
স্টারমারকে অভিনন্দন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, “আটলান্টিক মহাসাগরের উভয় পাড়ের মানুষদের আরও প্রগতিশীল ও ন্যায্য ভবিষ্যৎ গঠনে আমাদের আগামীতে অনেক কাজ করতে হবে।”
সূত্র : বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্ট