Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন, কে তিনি

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সহপ্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহন।
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সহপ্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহন।
[publishpress_authors_box]

বিশ্বের সবচেয়ে বড় কুস্তি প্রচার সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সহপ্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেনেটের অনুমোদন পেলেই আগামী জানুয়ারিতে দেশটির শিক্ষা দপ্তরের দায়িত্ব বর্তাবে ম্যাকমাহনের কাঁধে।

বলা বাহুল্য, সেনেটের অনুমোদন পেতে তাকে কোনও ঝক্কি পোহাতে হবে না, কারণ কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ দুটোই গত ৫ নভেম্বর নির্বাচনের মাধ্যমে দখলে নিয়েছে রিপাবলিকানরা।

মঙ্গলবার লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার সময় ট্রাম্প নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে বলেছেন, “ম্যাকমাহন তার কয়েক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা এবং শিক্ষা ও ব্যবসা খাত সম্পর্কিত গভীর অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে আমেরিকান শিক্ষার্থী ও কর্মীদের পরের প্রজন্মকে ক্ষমতায়ন করবেন। পাশাপাশি মানের দিক থেকে আমেরিকার শিক্ষাকে বিশ্বে শীর্ষে নিয়ে যাবেন।”

ম্যাকমাহন ছাড়া এদিন চিকিৎসক ও সাবেক টেলিভিশন উপস্থাপক মেহমেত অজকে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও শিশুদের স্বাস্থ্য বিমা দেওয়া সরকারি প্রতিষ্ঠান মেডিকেইড পরিচালনার দায়িত্ব দেন ট্রাম্প।              

এছাড়া একই দিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ব্যবসায়ী হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে বেছে নেন এই রিপাবলিকান নেতা।

‘স্টোন কোল্ড’ হিসেবে খ্যাত রেসলার স্টিভ অস্টিনের সঙ্গে লিন্ডা ম্যাকমাহন।

বিবিসি জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত তার মন্ত্রিপরিষদসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে যাদের মনোনয়ন দিয়েছেন, তারা প্রত্যেকেই তার প্রতি বেশ অনুগত হিসেবেই বিবেচিত।

যেমন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হতে যাওয়া লিন্ডা ম্যাকমাহন। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের মিত্র।

ট্রাম্পের প্রথম শাসনামলে সরকারি সংস্থা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন ম্যাকমাহন। এছাড়া ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারে লাখ লাখ ডলার দান করেন তিনি।

তিনি ১৯৮০ সালে স্বামী ভিন্স ম্যাকমাহনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। সেনেটে আসন পাওয়ার জন্য ২০০৯ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন তিনি। যদিও সেনেট নির্বাচনে জিততে পারেননি ম্যাকমাহন।

যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনের সঙ্গে তেমন একটা যুক্ত ছিলেন না ম্যাকমাহন। ২০০৯ থেকে ২০১০ সাল এই দুই বছর কেবল তিনি কানেকটিকাট অঙ্গরাজ্যের শিক্ষা বোর্ডে কাজ করেন।

ম্যাকমাহনের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি, তার স্বামী ও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের অন্য হর্তাকর্তারা জেনেশুনে একজন রিংসাইড অ্যানাউন্সারকে কিশোরদের নির্যাতন করার অনুমতি দিয়েছিলেন। ২০১২ সালে ওই রিংসাইড অ্যানাউন্সার মারা যান।

এই অভিযোগে গত মাসে ম্যাকমাহনের বিরুদ্ধে মামলাও হয়।

এ বিষয়ে তার আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ম্যাকমাহনের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা, মানহানিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’।                   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত