Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

শ্যামবর্ণের ত্রিশোর্ধ্ব কেউ হবেন নতুন জেমস বন্ড?

ড্যানিয়েল ক্রেইগ ছাড়া ’জেমস বন্ড’ সিরিজে নাম ভূমিকায় আরও অভিনয় করেছিলেন রজার মুর, জর্জ লাজেনবি, সিন কনারি।
ছবি: ন্যাশনাল ওয়ার্ল্ড ডটকম
[publishpress_authors_box]

পর্দায় ’জেমস বন্ড’ হয়ে ১৬ বছর কাটিয়ে দিয়েছেন ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ মুক্তির পর এই ‘জিরো জিরো সেভেন’ চরিত্র থেকে চূড়ান্ত অবসর নেন এই ৫৬ বছর বয়সী তারকা। তখন থেকে কখনও অ্যারন টেইলর-জনসন তো কখনও কিলিয়ান মারফি উঠে এসেছেন ‘কে হবেন এরপরের জেমস বন্ড তারকা’ গুঞ্জনে।

এই সিরিজের ২৬তম সিনেমার কাজ আগামী বছর শুরু হওয়ার কথা শোনা গেলেও এখনও বন্ড চরিত্রে নতুন মুখ নিয়ে ধাঁধার খোলাসা হয়নি।

বরং অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে আগামীর জেমস বন্ড নিয়ে মন্তব্য করে গুঞ্জন আরো উস্কে দিয়েছেন প্রযোজক বারবারা ব্রকোলি।

তিনি বলেন, “এই চরিত্রে অবশ্যই কোনো পুরুষ নির্বাচিত হবে। তার বয়স ত্রিশের কোঠায় হবে। তবে তাকে সাদা চামড়ার হতে হবে এমন কোনো কথা নেই।”

এসব গুণের যে তারকাই পর্দায় বন্ড হয়ে আসুক তাকে অন্তত এক দশকের জন্য চুক্তিবদ্ধ হতে হবে এমন শর্তও রাখা হবে।

আর সুনাম কামানোর আগে নতুন জেমস বন্ড তারকাকে সমালোচনার তীর সামলানোর কায়দাও রপ্ত করা জানতে হবে; ঠিক যেমন করতে হয়েছিল ড্যানিয়েল ক্রেইগকে।

২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ব্রিটিশ স্পাই হয়ে পর্দায় আসেন ড্যানিয়েল ক্রেইগ। ওই সময় তাকে ঘিরেও নানামুখী বিদ্রুপ ছিল।

সেসব সমালোচনাকে অকপটে ‘ড্যানিয়েল ক্রেইগ বিরোধী মূর্খতা’ বলেন ব্রকোলি।

এজনই এমন একটি চরিত্রে কাউকে বাছাই করা ‘খুব বড় একটি সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন তিনি।

ব্রকোলির ভাই এবং সহ-প্রযোজক মাইকেল গ্রেগ উইলসন বলেন, “প্রতিবার নতুন কোনো অভিনেতাকে এই চরিত্রে নির্বাচন করা মানে পুরো সিনেমার ধরনও সেভাবে বদলে যায়।

“নতুন বন্ড মানে নতুন উত্তেজনা, নতুন কোনো দিক। যারা এই চরিত্রে কাজ করেছে তাদের সবাইকেই নতুন ও আলাদা কিছু করার প্রস্তাব রাখা হয়।”

 ব্রিটিশ অভিনেতা অ্যারন টেইলর-জনসনের বয়স এখন ৩৩ বছর।

অনিশ্চিত সূত্রের বরাতে গার্ডিয়ান বলছে, এই ‘কিক-অ্যাস’ ও ‘দ্য ফল গাই’ তারকার কাছে বন্ড হওয়ার প্রস্তাব পৌঁছে গেছে ইতোমধ্যে।

অ্যারন টেইলর-জনসন কি তবে পরের জেমস বন্ড?

ওদিকে ৩২ বছর বয়সী অভিনেতা ড্যামসন ইদ্রিসের নামও শোনা গিয়েছিল বন্ড চরিত্রের জন্য।

এসব আলাপে বাদ যায়নি ৩৮ বছর বয়সী জেমস নরটনের নামও। ‘ম্যাকমাফিয়া’, ‘হ্যাপি ভ্যালি‘ অভিনেতা অবশ্য পরে এসব ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

অস্কার জয়ী ‘ওপেনহাইমার’ তারকা কিলিয়ান মারফি অবশ্য ৪৮ বছর বয়সী অর্থাৎ তিনি এখন চল্লিশের কোঠা পেরিয়ে পঞ্চশের দিকে চলেছেন।

নতুন জেমস বন্ড খুঁজতে গিয়ে এর আগে বয়সের পাশাপাশি উচ্চতা নিয়েও শর্ত দিয়েছিল বন্ড ফ্যাঞ্চাইজি। ২০২২ সালে তারা বলেছিল, নতুন জেমস বন্ডকে হতে হবে পাঁচ ফুট ১০ ইঞ্চির বেশি লম্বা।

পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ড্যানিয়েল ক্রেইগ ছিলেন জেমস বন্ড তারকাদের মধ্যে সবচেয়ে কম উচ্চতার।

এই সিরিজে নাম ভূমিকায় আরও অভিনয় করেছিলেন রজার মুর, জর্জ লাজেনবি, শন কনারি, পিয়ার্স ব্রজনান।

২০২১ সালে মেট্রো-গোল্ডউইন-মেয়ার কিনে নিয়েছিল অ্যামাজন। আর তাতে করে জেমস বন্ডের স্বত্বও এখন তাদের হাতে।

প্রতিষ্ঠানের গ্লোবাল হেড জেনিফার স্যাল অবজার্ভার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেন, “বন্ড চরিত্রের জন্য অনেক নতুন ধারণা এসেছে; যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে।

“আমি মনে করি অনেক ভাবেই নতুন কিছু করার সুযোগ আছে আমাদের… এমন একটি অসামান্য সিনেমা নির্মাণের ধারাকে আমরা ব্যাহত হতে দিতে চাই না… গোটা বিশ্বের দর্শকরা অপেক্ষা করতে প্রস্তুত। আমরাও চাই না সিনেমা বানাতে অনেক বেশি সময় লেগে যাক, তবে এই মুহূর্তে আমরা চিন্তিতও নই।”

গত বছর ব্রকোলি বলেছিলেন, জেমস বন্ড স্ট্রিমিং প্রিমিয়ার হয়ে আসবে না; কারণ এমন সিনেমা তারা ‘বড় পর্দায় মুক্তির জন্য’ নির্মাণ করেন।

ড্যানিয়ের ক্রেইগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ সারা বিশ্বের বক্সঅফিস থেকে ৭৭.৪ কোটি ডলার কামিয়ে নিয়েছিল। যুক্তরাজ্যে ব্যবসাসফল সেরা সিনেমার তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই সিনেমা।

হালে ড্যানিয়েল ক্রেইগকে প্রশ্ন করা হয়েছিল, তার অবসরের পর কে হবে নতুন জেমস বন্ড?

ড্যানিয়েল ক্রেইগ হেসে উত্তর দিয়েছিলেন, “এসবে আমার কিছুই যায় আসে না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত