Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আলোনসোর আশা ছাড়লো লিভারপুল

www
[publishpress_authors_box]

ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে আর কোচ থাকছেন না লিভারপুলের। তার ঘোষণার পর থেকেই ক্লপের উত্তরসূরি হিসেবে শোনা গেছে জাবি আলোনসোর নাম। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লিভারপুলেই খেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এই ক্লাবে ২১০ ম্যাচ খেলা সাবেক তারকাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছিলেন সমর্থকরা।

তবে লিভারপুল এতদিনে বুঝেছে, জাবি আলোনসো পরের মৌসুমেও লেভারকুসেন ছাড়বেন না। জার্মানির ক্লাবটিতেই আপাতত থাকতে চান তিনি। কার্লো আনচেলোত্তির মেয়াদ শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার প্রবল সম্ভাবনা আছে আলোনসোর। ইতালিয়ান কোচের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।

এই সম্ভাবনা বুঝেই বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট উলি হোয়েন্স কদিন আগে বলেছিলেন,‘‘তাকে মিউনিখে আনাটা কার্যত অসম্ভব।’’ লিভারপুলও সেটা বুঝে আশা ছেড়েছে আলোনসোর।

 নতুন মৌসুমে ক্লপের বিকল্প হিসেবে তারা ভাবছে রুবেন আমোরিম ও রবার্ত দি জেরবির নাম। তাদের মধ্যে সম্ভাবনায় ব্রাইটনের কোচ জেরবি এগিয়ে বলে জানিয়েছে ইএসপিএন।

এদিকে লিভারপুল যে আলোনসোর জন্য আদর্শ নয় সেটা স্মরণ করিয়ে দিলেন জার্মান কিংবদন্তী লোথার ম্যাথাউস। তিনি বলেছেন, ‘‘ আলোনসোর জন্য লিভারপুল সঠিক বিকল্প নয়। আরও ভালো বিকল্প আছে ওর জন্য। সে কেন লেভারকুসেন ছাড়বে? এই দলটি সুন্দর ফুটবল দিয়ে আমাদের আনন্দ দিচ্ছে, যা ১২ বছর আগে দিয়েছিল বার্সেলোনা।’’

লিভারপুলের বদলে তাকে বায়ার্ন মিউনিখে যাওয়ার পরামর্শ দিলেন ম্যাথাউস, ‘‘ বায়ার্ন মিউনিখে চাইলে নতুন খেলোয়াড়দের নিয়ে একটি দল গড়তে পারে সে। তবে এখন আমি লেভারকুসেনেই দেখতে চাই ওকে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত