গত জানুয়ারিতে মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি এর্নান্দেস নিজে। এরপর নাটকীয় বাঁক বদল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নাটকীয় পালাবদলে এক মাস পরই চাকরিচ্যুত হন এই ক্লাব কিংবদন্তি।
রবিবার ডাগআউটে শেষ ম্যাচটাও খেলে ফেললেন জাভি। লা লিগার শেষ রাউন্ডে ২-১ গোলে সেভিয়াকে হারিয়ে শেষ হল বার্সায় জাভি অধ্যায়ের। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ত লেভানদোস্কি ফের্মিন লোপেস। ৩৮ ম্যাচে ২৬ জয় ৭ ড্র ৫ হারে তাদের পয়েন্ট ৮৫। গত মৌসুমে এর চেয়ে কেবল ৩ পয়েন্ট বেশি পেয়ে লা লিগা জিতেছিল কাতালানরা।
সবমিলিয়ে বার্সার হয়ে ১০২ লিগ ম্যাচে জাভির জয় ৭১টি। তিনি দায়িত্ব নেওয়ার সময় লা লিগায় বার্সা ছিল ৯ নম্বরে। সেই মৌসুমে লিগটা রানার্সআপ হিসেবে শেষ করে তারা। পরের মৌসুমে লা মাসাইয়ার তরুণদের নিয়ে লা লিগা ও সুপার কাপ জেতান জাভি। তবে এবারের মৌসুমটা কেটেছে শিরোপা না জিতেই।
সে সঙ্গে ক্লাব কর্তাদের সঙ্গেও মতের মিল হচ্ছিল না জাভির। তাই নাটকীয়ভাবে চাকরি হারালেও কাউকে ম্যাচ শেষে কাঠগড়ায় দাঁড় করাননি জাভি, ‘‘নিজের আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এই ক্লাবে আর থাকছি না, ভাবতেই কেমন লাগছে। আমি থাকতে চেয়েছিলাম তবে থাকতে না পারার সিদ্ধান্তটা আমার হাতে নেই। ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে যাকে সম্মান জানাতে হবে।’’
বর্তমান দলটিকে নিয়ে জাভির সন্তুষ্টি, ‘‘ছেলেদের নিয়ে গর্ব হচ্ছে আমার। আড়াই বছরে আমরা দুটি শিরোপা জিতেছি। বার্সাকে সঠিক কক্ষে রেখে বিদায় নিচ্ছি আমি।’’
ম্যাচ শেষে খেলোয়াড়রা শূন্যে ছুড়ে বিদায়ী অভিবাদন জানান জাভিকে, যা হৃদয় ছুঁয়ে গেছে তার। তবে বার্সার জন্য যে তার বিকল্প পাওয়া সহজ হবে না বিদায় বেলায় জানিয়ে গেলেন সেটা, ‘‘তাদের বোঝা উচিত যে তারা কঠিন পরিস্থিতিতে আছে। কারণ, বার্সেলোনা কঠিন একটি ক্লাব, তাদের আর্থিক অবস্থাও বাজে। ওদের জন্য আমার বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না।’’
ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, বার্সেলোনার দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিক। আর মরিসিও পচেত্তিনো চলে যাওয়ায় চেলসি চায় জাভিকে। চেলসির ডাকে সাড়া দিবেন কি জাভি?