Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মেসিদের কোচ হচ্ছেন জাভি?

বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও জাভি। ইন্টার মায়ামিতে পুর্নমিলন হবে তাদের? ছবি: এক্স
বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও জাভি। ইন্টার মায়ামিতে পুর্নমিলন হবে তাদের? ছবি: এক্স
[publishpress_authors_box]

মেজর লিগ সকারের (এমএলএস) রেগুলার মৌসুমে পয়েন্টের নতুন রেকর্ড গড়েছে ইন্টার মায়ামি। কিন্তু প্লে অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে শিরোপাপ্রত্যাশী দলটি। কোনও দলের রেকর্ড পয়েন্ট পাওয়ার পর প্লে অফের শুরুতেই ছিটকে যাওয়ার ইতিহাস মেজর লিগ সকারে নেই। সেই হতাশাতেই কিনা মায়ামির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন জেরার্দো ‘তাতা’ মার্তিনো।

ইএসপিএন এক সূত্রের বরাত দিয়ে ছেপেছে, ব্যক্তিগত কারণে লিওনেল মেসিদের কোচের পদ ছাড়লেন এই আর্জেন্টাইন। ২২ নভেম্বর মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস ও ফুটবল অপসের সভাপতি রাউল সানলেহিকে সঙ্গী করে সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন মার্তিনো। সেখানেই আসবে তার মায়ামি ছাড়ার চূড়ান্ত ঘোষণা।

২০২৩ সালে জুনে মায়ামিতে যোগ দিয়েছিলেন মার্তিনো। তবে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন আর্জেন্টিনা দলের সাবেক কোচ। মার্তিনো মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দেওয়ার পর সেখানে একে একে নাম লিখিয়েছেন মেসি, সের্হিয়ো বুশকেটস, জোর্দি আলবা ও লুইস সুয়ারেস। বার্সেলোনায় এই চারজনের সঙ্গে আগেই কাজ করার অভিজ্ঞতা ছিল আর্জেন্টাইন কোচের।

মার্তিনোর প্রথম মৌসুমে লিগস কাপের শিরোপা জেতে মায়ামি। এ বছর সাপোর্টার্স শিল্ডের ট্রফি জেতার পাশাপশি রেগুলার মৌসুমে রেকর্ড পয়েন্ট যোগ করে দলটি। যদিও ব্যর্থতাও আছে। রেকর্ড পয়েন্টের পরও প্লে অফের প্রথম রাউন্ডে থেকে বিদায় নেওয়া ও ২০২৪ সালের লিগস কাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়া।

প্রাপ্তি-অপ্রাপ্তির মিশ্রণে মায়ামিতে অম্লমধুর অভিজ্ঞতা শেষ হতে যাচ্ছে মার্তিনোর। তিনি সরে গেলে মায়ামির হাল ধরবেন কে? অনেকের নামই আছে আলোচনায়। সেই তালিকায় জাভির কথাও শোনা যাচ্ছে। বার্সেলোনায় তিনি খেলেছেন মেসি, সুয়ারেস, বুশকেটস ও আলবার সঙ্গে। তাদের বোঝাপড়া দারুণ। এই মুহূর্তে জাভিও বেকার। যেকারণে দুয়ে দুয়ে চার মেলাতে চাইছেন অনেকে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আগেই জাড়িয়েছেন জাভি। কোচ হয়ে বার্সেলোনায় ফেরার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। ব্যর্থতার তলানিতে ঠেকা কাতালানদের টেনে তোলার চেষ্টা করলেও পারেননি জাভি। যেকারণে আড়াই বছরে শেষ হয় জাভির বার্সেলোনা অধ্যায়। এখনও কোনও দলের সঙ্গে যুক্ত হননি এই কিংবদন্তি মিডফিল্ডার। মার্তিনো সরে গেলে মায়ামি হতে পারে তার ‘সেরা বিকল্প’। কারণ মেসিদের সঙ্গে তার জানাশোনা অনেক পুরনো।

তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছেন ভিন্ন কথা। পত্রিকাটির খবর, যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে কোনও যোগাযোগ হয়নি জাভির। এই চুক্তি হওয়াটা ‘অসম্ভব’। সাবেক বার্সেলোনা তারকা এখনই নাকি যুক্তরাষ্ট্রে যেতে চান না। স্প্যানিশ পত্রিকাটি আরও জানিয়েছে, ইউরোপের শীর্ষ ক্লাবে কোচিং করানোর ইচ্ছা ৪৪ বছর বয়সী জাভির। ফলে, মেসিদের সঙ্গে তার ‘পুনর্মিলন’ আপাতত হচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত