বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল। রান উৎসব থামছে না তার। এবার রাজকোটে পেলেন সেঞ্চুরি। সেটিকে ‘ডাবল’ করারও সম্ভাবনা আছে। কারণ পিঠের সমস্যায় রিটায়ার্ড হার্ট হয়ে যখন তিনি মাঠ ছাড়েন, তখন তার রান ছিল ১০৪। টানা দ্বিতীয় ম্যাচে জয়সওয়াল ডাবল না পেলেও ভারত কিন্তু আছে চালকের আসনে। তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে ৩২২ রান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৯৬ রান। অপরাজিত আছেন শুভমান গিল। ফর্মহীনতায় ভোগা এই ব্যাটার অবশেষে রানে ফিরেছেন। হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত ৬৫ রানে। চতুর্থ দিন তিনি শুরু করবেন নাইটওয়াচম্যান কুলদীপ যাদবকে (৩*) নিয়ে।
দ্বিতীয় ইনিংসের শুরুতে কিছুটা দেখেশুনে খেলেছেন জয়সওয়াল। তবে আক্রমণাত্মক ছিলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বেশিক্ষণ টিকতেও পারেননি। ১৯ রান করে বিদায় নেন। এরপরই শুরু জয়সওয়াল ও গিলের দাপট। ক্রিজে নিজেকে সেট করে নিয়ে মারমুখী ভূমিকায় হাজির হন জয়সওয়াল। একের পর এক বল করতে থাকেন সীমানাছাড়া। ৮০ বলে হাফসেঞ্চুরি পূরণ করা এই ওপেনার সেঞ্চুরি করেছেন ১২২ বলে।
শতক পূরণ করার পথে একটা কীর্তিও গড়েছেন জয়সওয়াল। বিরাট কোহলির পর প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনও টেস্ট সিরিজে ৪০০’র বেশি রান করলেন তিনি। ২০১৮ সালের ইংল্যান্ড সিরিজে কোহলির ৫৯৩ রান সর্বোচ্চ। এরপর ২০২১ সালে করা রোহিতের সংগ্রহ। তবে চার টেস্টের ওই সিরিজে ৩৬৮ রান করতে পেরেছিলেন ভারতের বর্তমান অধিনায়ক।
যদিও সেঞ্চুরির পর থেকেই অস্বস্তিতে ভুগেছেন জয়সওয়াল। পিঠের সমস্যায় মাঠে চিকিৎসাও নিয়েছেন। তবে অসুবিধা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠে ছাড়েন তিনি। যাওয়ার আগে ১৩৩ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় নামের পাশে যোগ করেন ১০৪ রান।
জয়সওয়ালের মাঠ ছাড়ার পরপরই ছন্দপতন ভারতের। রজত পতিদার রানের খাতাই খুলতে পারেননি। ফলে নাইটওয়াচম্যান হিসেবে নামিয়ে দেয় কুলদীপকে। দিনের বাকি সময়টা তিনি কাটিয়ে দিয়েছেন শুভমানের সঙ্গে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখলেও মোহাম্মদ সিরাজ ও কুলদীপের চমৎকার বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি সফরকারীরা। আগের দিনের সেঞ্চুরিয়ান ডাকেট ১৫৩ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। এছাড়া বলার মতো ইনিংস নেই কারও।
সিরাজ ৮৪ রানে নেন ৪ উইকেট। ডাকেট ও জনি বেয়ারস্টোকে ফেরানো কুলদীপ ৭৭ রানে পেয়েছেন ২ উইকেট। তার সমান ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।