Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে সাগরে নেমে প্রাণ গেল যুবকের

coxsbazar-sea-250524
[publishpress_authors_box]

কক্সবাজার সাগরে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৪টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

পানিতে প্রাণ হারানো যুবকের নাম মো. সায়মন (২০)। তিনি উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি একথা নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই বন্ধুকে নিয়ে রবিবার বিকালে সাগরে নামে মো. সায়মন। তারা তিনজনই টিউব নিয়ে নেমেছিল। এক পর্যায়ে সায়মনের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। সেসময় স্রোতের টানে সেও ভেসে যেতে থাকে।

তার বন্ধুরা টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে যায়, কিন্তু তারা সায়মনের কোনও সন্ধান পায়নি। এরপর সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালানো হয়।

বিকাল সাড়ে ৫ টার দিকে কলাতলী পয়েন্টে সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে সায়মনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসমান গণি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে নেমে প্রাণ হারানো যুবকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত