কক্সবাজারের রামু উপজেলায় মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত শাহাবুদ্দীন কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।
ওসি ইমন জানান, স্থানীয় ওবাইদুল হক আকবর ও শাহাবুদ্দীনের মধ্যে আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দীনকে কুপিয়ে আহত করে ওবাইদুলসহ কয়েকজন।
তিনি জানান, শাহাবুদ্দীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।