Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
বললেন যুব ও ক্রীড়ামন্ত্রী

এক সপ্তাহের মধ্যে এনএসসিকে স্কোরবোর্ড দিতে হবে

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স একে অপরের প্রতিবেশী। পড়শির ডাকে তাই সাড়া না দেওয়ার কোনও উপায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। যিনি দেশের যুব ও ক্রীড়া মন্ত্রীও।

মঙ্গলবার সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আসেন নাজমুল হাসান।

বক্তব্যের শুরুতেই মজা করে তিনি বললেন, “এত কাছাকাছি আমরা থাকি কিন্তু এই প্রথম আমি এই সুইমিং পুলে এলাম। আমাকে আমন্ত্রণ না জানালে জানতেই পারতাম না এখানে এত চমৎকার সুইমিং পুল আছে।”

সারা বিশ্বে ইলেকট্রনিকস স্কোরবোর্ডে চলে সাঁতার প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত।

যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই এসে সাঁতারের প্রধান ও দীর্ঘদিনের সমস্যার কথা শুনেছেন নাজমুল হাসান। ৫ কোটি টাকার ইলেকট্রনিকস স্কোরবোর্ড অচল হয়ে আছে সাঁতারে। এখানে হ্যান্ডটাইমিংয়ে ভরসা। সেই স্কোরবোর্ডের সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন তিনি।  

মূলত এই নতুন স্কোরবোর্ডটি কাজ না করায় জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে সেটা এখনও বুঝে নেয়নি সাঁতার ফেডারেশন।

২০১৯ সালে মিরপুর সুইমিং পুলে  ৫ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল এই স্কোরবোর্ড। সেবার সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে মিরপুর সুইমিং পুল সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে পুরনো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রোনিকস কোম্পানির স্কোরবোর্ড। 

অচল সাঁতারের এই স্কোরবোর্ড। ছবি: সংগৃহীত।

কিন্তু স্কোরবোর্ডটি ছিল ত্রুটিপূর্ণ। আর এমন ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক স্কোরবোর্ড কেনায় ২০২২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

ওই কমিটির বৈঠকে ক্রীড়া পরিষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

 এবার মন্ত্রী সেই স্কোর বোর্ড নিয়ে ক্ষোভের সঙ্গে বলেন, “আমার নির্দেশনা একদম ক্লিয়ার। এটা নিয়ে আবার কি হবে। কে কি করবে সেটা আমার অতো জানার দরকার নেই। আমার স্কোরবোর্ড দরকার। তাই ওদেরকে (জাতীয় ক্রীড়া পরিষদ) আমি বলেছি, ডেডলাইন দাও। এক সপ্তাহের মধ্যে  আমি জানতে চাই কবে স্কোরবোর্ড পাবো।  যেটা নাকি ভালো স্কোরবোর্ড।”

মিরপুর সুইমিং পুলের গ্যাস সংযোগও বিচ্ছিন দীর্ঘদিন। যে কারণে শীতের সময় পানি ঠান্ডা থাকায় অনুশীলন বিঘ্ন ঘটে। এ ব্যাপারে মন্ত্রী সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “আরেকটি বিষয় হলো এখানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী (নসরুল হামিদ) এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আমার ধারনা উনি দুয়েক দিনের মধ্যে ফিরে আসবেন।  উনি দেশে ফিরলে উনার সঙ্গে বসে গ্যাসের সংযোগ দেওয়ার ব্যাপারে যা যা করা দরকার সেটা করে দিব। বলা যায় এই দুটো সমস্যা এখানে শেষ।”

যুব ও ক্রীড়ামন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। ছবি: সকাল সন্ধ্যা।

পল্টনের আইভি রহমান সুইমিং পুল সংস্কারের কথাও জানিয়েছেন মন্ত্রী, “আরেকটা সুইমিং পুল আছে পল্টনে, উনারা এটার ব্যাপারে বলেছেন যে ওটার মেজর সংস্কার দরকার। ওটা এখনও আমি দেখিনি। তবে আপনাদের এতটুকু কথা দিচ্ছি যে আমি খুব শিগগির ওটা দেখতে যাব। ওটা দেখে যা যা করা দরকার চেষ্টা করবো সেটাকেও যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিতে। কিন্তু এটা হলো অবকাঠামোগত বিষয়ে চাওয়া।”

এর বাইরেও ফেডারেশনকে সহযোগিতা করতে আশ্বাস দিয়েছেন মন্ত্রী, “এর বাইরেও যে সব বছরব্যাপী পরিকল্পনা আছে সেটাতে কতটুকু সাহায্য আমরা করতে পারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা থাকবে উনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত