পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিজের সৎমা, ছোট ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো– সিডু মেস্তুরীর স্ত্রী সোকিনা বেগম (৪০), তার শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।
এ ঘটনায় স্থানীয়রা আরিফ হোসেন রিপন নামে এক যুবককের আটক করে পুলিশে দিয়েছে। রিপন সিডু মেস্তুরীর আরেক সংসারের সন্তান। তিনি ঢাকায় থাকেন।
চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানায়, সিডু মেস্তুরীর আরেক সংসারের ছেলে রিপন দুই দিন আগে রামগতি আসেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি তার সৎমা, ছোট ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেন। সিডু মেস্তুরী ওই সময় বাড়িতে ছিলেন না। তবে পালানোর সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে রিপনকে পুলিশে সোপর্দ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।