Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাঙ্গামাটির জঙ্গলে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

লংগদু উপজেলা। ফাইল ছবি।
লংগদু উপজেলা। ফাইল ছবি।
[publishpress_authors_box]

রাঙ্গামাটির লংগদু উপজেলার কিচিং ছড়া এলাকায় জঙ্গল থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় লোকজন বলছে, নিহত যুবক একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী।

অবশ্য দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের কোনও রাজনৈতিক দলই নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেনি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত