সাইপ্রাসের এক জনপ্রিয় ইউটিউবার এবার ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
ফিদিয়াস পানায়িওটোউ নামের এই ২৪ বছর বয়সী ইউটিউবার সাইপ্রাসের জনগণের কাছে ‘প্রফেশনাল মিসটেক মেকার’ নামে সর্বাধিক পরিচিত।
রাজনীতির ময়দানে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও তিনি ১৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা ২৬ লাখের বেশি।
সাইপ্রাসের স্থানীয় মিডিয়া সাইবিসিকে তিনি বলেন, “যা ঘটেছে, তাতে আমি হতবাক। দলগুলোর এটাকে সতর্কতা হিসেবে নেওয়া উচিত যে তাদের আধুনিকায়ন করতে হবে এবং জনগণের কথা শুনতে হবে।”
গত বছর পানায়িওটোউকে জাপানে ব্যাপক বিতর্কের কারণ হওয়া একটি ভিডিওর জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। সেই ভিডিওতে তিনি ট্রেনের ভাড়া ও একটি পাঁচ তারকা হোটেলের নাস্তার বিল কীভাবে এড়িয়ে যাওয়া যায়, তা দেখিয়েছিলেন।
ইউরোপীয়ান পার্লামেন্টের ভোটে জয়ের পর রবিবার নিকোশিয়ার এলেফথেরিয়া স্কয়ারে ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন, “আমরা ইতিহাস লিখছি। শুধু সাইপ্রাসের নয়, আন্তর্জাতিকভাবেও।”
পলিটিকো বলছে, গত জানুয়ারিতেই তিনি নির্বাচনে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
এপ্রিলে প্রার্থীতার কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনে জেতা তার লক্ষ্য নয়, কারণ তিনি জীবনে একবারও ভোট দেননি এবং রাজনীতি সম্পর্কে তেমন কোনও জ্ঞানও তার নেই। তবে তরুণদের রাজনীতিতে উদ্বুদ্ধ করার জন্যই তিনি নির্বাচন করবেন।
ফিলিনিউজ বলছে, পানায়িওটোউ ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারদের ৪০ শতাংশ ও ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ২৮ শতাংশ ভোট পেয়েছেন।