ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দুর্গাপূজার নবমীর দিন শনিবার তিনি পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান বলে বাসস জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুর্গাপূজা উপলক্ষে রবিবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে বাসস জানিয়েছে।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। ধর্মবিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ অনুষ্ঠানে থাকবেন।
অনুষ্ঠানে কূটনীতিকসহ প্রায় এক হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে বাসস জানিয়েছে।