Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাকু থেকে ফিরেছেন ড. ইউনূস

বাকুতে তরুণদের নিয়ে বাংলাদেশ সরকার আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি
বাকুতে তরুণদের নিয়ে বাংলাদেশ সরকার আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দরে নামেন বলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বাসস জানিয়েছে।

তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।”

বাকুতে কপ-২৯ এ যোগ দিতে চার দিন আগে ঢাকা ছেড়েছিলেন ড. ইউনূস। সম্মেলনে ভাষণে তিনি ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’ এর ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার আহ্বান রেখেছিলেন।

সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত