বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশ কোথায় পড়ে আছে তা আরেক বার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জহির রায়হান। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমানের সুবাদে যাও বা এশিয়ান ইনডোরে ৬০ মিটারে সোনা জেতে বাংলাদেশ। কিন্তু দেশি অ্যাথলেটদের দৈন্যতা আর বাজে পারফরম্যান্স যেন এসব প্রতিযোগিতায় লজ্জায় ফেলে দেয় লাল সবুজের পতাকাকে।
শুক্রবার বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের ৪০০ মিটারের হিটে অংশ নেন জহির। অথচ এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি যাননি। এতে জহির রায়হানের কপাল খুলে যায়। তবে তিনি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি।
চীনের নানজিংয়ে অনুষ্ঠিত ৪০০ মিটার দৌড়ে ২৬ জনের মধ্যে হয়েছেন ২৫তম। আর নিজের হিটে ষষ্ঠ হয়েছেন। জহির সময় নিয়েছেন ৪৯ দশমিক ৮৪ সেকেন্ড।
বিশ্ব ইনডোরে আগের দুইবার ইমরানুরও দৌড়ে তেমন সাফল্য পাননি। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান তিনি। ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে ছিলেন। আর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম হয়েছিলেন ।
এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরে অবশ্য সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬ দশমিক ৬৪ সেকেন্ড।
তবুও তো ইমরানুর সেমিফাইন অবদি পৌঁছাতে পারেন। কিন্তু জহিরদের সেই সামর্থ্যটুকু নেই!