চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। সেই দলের ছয়জন আছেন এবারও, যা আর নেই কোন দলের। এমন অভিজ্ঞ দল থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন না রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা। এবার বাংলাদেশ শেষ চারে থাকবে না বলেই বিশ্বাস দুজনের।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য শিরোপায় চোখ রেখেই খেলতে চান চ্যাম্পিয়নস ট্রফি। কোচ ফিল সিমন্সের চাওয়াও এক। দলের অন্যদেরও বিশ্বাস বাংলাদেশ ভালো করবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
এবার প্রথম চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া জাকের আলী তাদের অন্যতম। ছন্দে থাকা জাকের চান ২০ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে টুর্নামেন্টটা শুরু করতে। সেই ম্যাচ নিয়ে ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে জাকের জানালেন,‘‘ সত্যিই এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখুন যেহেতু সবচেয়ে বড় খেলাটি প্রথম ম্যাচে হচ্ছে (আমাদের জন্য), তাই আমার মনে হয় এটি আমাদের জন্য ভালো। যদি ম্যাচটা জিততে পারি, তাহলে টুর্নামেন্টটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে।’’

ভারত অন্যতম ফেভারিট এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। স্বাগতিক পাকিস্তান আবার বর্তমান চ্যাম্পিয়ন। এই দুই দলকে নিয়ে ভেবে মনোযোগ নষ্ট করতে চান না জাকের। তার কাছে আইসিসি ইভেন্টে সব দলই এক, ‘‘আইসিসি ইভেন্টে সবাই সমান। সত্যি বলতে দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্ট চাপের দিক থেকে আলাদা। তাই দল হিসেবে আমাদের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করতে হবে।’’
রান করতে হলে বিশ্বসেরা বোলারদের ওপর ছড়ি ঘোরানোর বিকল্প নেই। চ্যাম্পিয়নস ট্রফিতে জাকেরও করতে চান সেটাই “শীর্ষ স্তরে পারফর্ম করতে হলে আপনাকে সেরা বোলারদের উপর আধিপত্য করতে হবে। আমার সেই প্রস্তুতি আছে। যে বোলিং করতে আসবে, আমি সেই অনুযায়ী ব্যাট করার চেষ্টা করব। আমি সবসময় নিজের খেলা নিয়ে ভাবি। বাকিটা আমি অনুসরণ করি না। আমার পরিকল্পনা আছে। আমি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেব।”