Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ছিটকে গেলেন জাকের, নতুন মুখ মাহিদুল

চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন জাকের আলী।
চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন জাকের আলী।
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

অভিষেক টেস্টে ফিফটি করেছিলেন জাকের আলী অনিক। মিরপুরে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের মুখে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। দূর্ভাগ্যজনকভাবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার।

 ‘কনকাশনের’ কারণে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জাকেরের জায়গায় ডাকা হয়েছে ২৫ বছর বয়সী মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনকে। এখনও কোনো ফরম্যাটে জাতীয় দলে অভিষেক হয়নি তার।

রবিবার অনুশীলনের সময় কনকাশনে ভোগা জাকেরকে নিয়ে (মাথায় চোট পেলে যে লক্ষণ দেখা দেয়) বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘‘অনুশীলনের সময় কনকাশনে ভুগেছে জাকের। ওর কনকাশনের অতীত ইতিহাস আছে আর এখনও সেই লক্ষণ আছে। আগের রেকর্ড-এর কথা ভেবে বললে মনে হচ্ছে ফিরতে সময় লাগবে জাকেরের।’’

জাকেরের জায়গায় ডাকা হয়েছে ২৫ বছর বয়সী মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনকে।

জাকেরের জায়গায় সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনও উইকেটরক্ষক ব্যাটার। ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩ সেঞ্চুরি ৮ ফিফটিসহ ১৯৩৪ রান করেছেন তিনি।

৮৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৪২.৫৫ গড়ে করেছেন ২৮৫১ রান। সবশেষ খেলা জাতীয় লীগের ম্যাচে সিলেটের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঢাকার হয়ে। মঙ্গলবার মাহিদুলের টেস্ট অভিষেক হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত