Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

২৪ বলে ০, জাকিরের লজ্জার রেকর্ড

কানপুর টেস্টে ২৪ বল খেলেও রান করতে পারেননি জাকির (ফাইল ছবি)
কানপুর টেস্টে ২৪ বল খেলেও রান করতে পারেননি জাকির (ফাইল ছবি)
[publishpress_authors_box]

চেন্নাই টেস্ট ভালো যায়নি। কানপুরে তাই রানে ফিরতেই হবে- চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় নেমেছিলেন জাকির হাসান। শুরুতেই যেন উইকেট না হারায়, এজন্য ওপেনিং সঙ্গী সাদমান ইসলামের সঙ্গে ছিল তার সাবধানী শুরু। কিন্তু কিছুই কাজে এলো না। আরেকবার ব্যর্থতার গল্প লিখে লজ্জার রেকর্ডে নাম তুলে বিদায় নিলেন জাকির।

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৪ বল খেলেছেন জাকির। উইকেটে থিতু হওয়ার আপ্রাণ চেষ্টা ছিল তার। কিন্তু রানের খাতা খোলার আগেই তাকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। ২৪ বলে ‘ডাক’ মেরে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম তুলেছেন এই বাঁহাতি ওপেনার।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন আকাশ দ্বীপ। তার অফ স্টাম্পের খানিকটা বাইরের গুড লেংথ বল ডিফেন্স করতে চেয়েছিলেন জাকির। কিন্তু আউট সাইড এজে বল চলে যায় তৃতীয় স্লিপে, সেখানে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন যশ্বসী জয়সওয়াল।

তাতে ২৪ বলে শূন্য রানে আউট জাকির। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ‘ডাক’ মারার রেকর্ডটা চলে যায় তার নামের পাশে। এর আগে রেকর্ডটা ছিল শন মার্শের। ২০১৭ সালে পুনে টেস্টে ২১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার।

বাংলাদেশের ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি বল খেলে রান করতে না পারার তালিকায় অবশ্য নিচের দিকে আছেন জাকির। এই তালিকায় সবার ওপরে মঞ্জুরুল ইসলাম। সাবেক এই পেসার ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৪১ বল খেললেও রান করতে পারেননি।

ভারতের মাটিতে সবচেয়ে বেশি বল খেলে ‘ডাক’

২৪ বল : জাকির হাসান (বাংলাদেশ), কানপুর, ২০২৪

২১ বল : শন মার্শ (অস্ট্রেলিয়া), পুনে, ২০১৭

১৭ বল : মাজিদ খান (পাকিস্তান), দিল্লি, ১৯৭৯

১৬ বল : জ্যাক ক্রলি (ইংল্যান্ড), ধর্মশালা, ২০১৬

১৫ বল : গ্র্যান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), দিল্লি, ২০০০

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত