জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ১২তম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ছিলেন ভালো অবস্থায়।
শুক্রবার দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি জিয়াউর রহমান খেলেন প্রায় ৩ ঘণ্টা। কিন্তু বিকাল ৫টা ৫২ মিনিটে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।
গ্র্যান্ড মাস্টার রাজীবের গাড়িতে করে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জিয়াকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই। ৯ মিনিটেই পল্টনের দাবা ফেডারেশন থেকে হাসপাতালে আনা হয় জিয়াকে।
জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন এই দাবাড়ুর। তবে প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি।
হাসপাতালে এসে তার স্ত্রী ভেঙে পড়েন কান্নায়। সবার কাছে দোয়া চান তিনি।
তবে শেষ পর্যন্ত ফেরানো গেল না জিয়াকে। দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তার মৃত্যুসনদ দেন চিকিৎসকরা । বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়া। রেকর্ড ১৪বার জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
আজ রাতেই জিয়ার মোহাম্মদপুরের বাসায় যান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। ছিলেন ক্রীড়াঙ্গনের আরও অনেকে। কাল (শনিবার) তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা।