ফল
মায়োর্কা ০ : ১ রিয়াল
কাদিজ ০ : ১ বার্সেলোনা
আতলেতিকো ৩ : ১ জিরোনা
ম্যাচটা ছিল কার্লো আনচেলোত্তির মাইলফলকের। জিনেদিন জিদানের সমান লা লিগায় রিয়ালের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ১৮৩তম ম্যাচে। সেই ম্যাচে কোপা দেল রে রানার্সআপ হওয়া মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।
লা লিগার অপর ম্যাচে জোয়াও ফেলিক্সের বাইসাইকেল কিকের গোলে কাদিজকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর আতলেতিকো মাদ্রিদ ৩-১ গোলে জিরোনাকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে সেরা চারে থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার।
সমান ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭৮, বার্সার ৭০, জিরোনার ৬৫, আতলেতিকোর ৬১। বার্সেলোনার চেয়ে এখনও রিয়াল এগিয়ে ৮ পয়েন্টে। পরের সপ্তাহে বার্সার সঙ্গে বার্নাব্যুতে এল ক্লাসিকো রিয়ালের। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে হবে ইত্তিহাদে।
Real Madrid are UNBEATEN when 24-year-old French star Aurélien Tchouaméni starts 😤 pic.twitter.com/pFwKZhUqIx
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) April 13, 2024
প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল-ম্যানসিটি। সেমিফাইনালের জন্য দ্বিতীয় লেগে জিততেই হবে। আবার এল ক্লাসিকোয় হারলে মানসিকভাবে লা লিগার শিরোপা দৌড়েও ধাক্কা খাবে রিয়াল।
তাই আনচেলোত্তির কাছে এখন সব ম্যাচই ফাইনাল, ‘‘আমরা জানি কোথায় দাঁড়িয়ে আছি। চ্যাম্পিয়নস লিগ বা লা লিগা প্রতিটি ম্যাচই এখন ফাইনাল। ম্যাচটা জিততে পেরে আমরা খুবই খুশি। বিরতির পর দল খুব ভালো খেলেছে।’’
নিয়মিত একাদশে কিছু পরিবর্তন এনেছিলেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও টনি ক্রুসদের রেখেছিলেন বেঞ্চে। পরে নেমে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি ভিনিসিয়ুস। ৪৮ মিনিটে দূরপাল্লার শটে রিয়ালের একমাত্র গোলটি করেন অরেলিঁয়ে চুয়ামেনি। বলটি অবশ্য মায়োর্কার এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে দিক বদলে জড়ায় জালে।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগ সামনে রেখে একাদশে পরিবর্তন এনেছিলেন বার্সা কোচ জাভি এর্নান্দেসও। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত বাইসাইকেল কিকে একমাত্র গোলটি পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের।
জাভি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকল কাতালান ক্লাবটি। লা লিগার স্বপ্ন প্রায় মিলিয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের আশা এখনও ছাড়েননি জাভি। এজন্য পিএসজির বিপক্ষে ম্যাচটাকে যুদ্ধই বললেন তিনি, ‘‘মঙ্গলবার (পিএসজির বিপক্ষে) আমাদের যুদ্ধ আছে একটি। বড় কিছু করতে চাই। ম্যাচটা আমাদের সামনে এমন সময়ে এসেছে যখন এই মৌসুমে সেরা ছন্দে আছি।’’
এই ছন্দ কাজে লাগিয়ে বার্সা যুদ্ধ জিতে কিনা সেটাই দেখার।