Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

চট্টগ্রাম হবে ‘সিলিকন ভ্যালি’ : প্রতিমন্ত্রী পলক

ss-polok-17-02-24
[publishpress_authors_box]

চট্টগ্রামকে ‘সিলিকন ভ্যালি’তে রূপান্তর হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

শনিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ৫ম আন্তর্জাতিক প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে তিনটি উপহার দিয়েছেন। এরমধ্যে আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টার, কালুরঘাট এফআইডিসি সড়কে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন এবং আরেকটা হলো নলেজ পার্ক। এই তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে যাত্রা শুরু করলে চট্টগ্রাম সিলিকন ভ্যালিতে রূপান্তর হবে।”

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “দেশে যারা আইটি ফ্রিল্যান্সার আছে তাদের যথাযথ ট্রেনিংনের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে হবে। অনেকে আছে যারা গ্রামে, উপজেলায় থেকেও দেশ-বিদেশের অনলাইন মাকের্টপ্লেসে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

“তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তাতে পরিণত করতে পারলে, সেখানে আরো হাজার-হাজার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। চট্টগ্রামের কোন উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চায় তাদের সব ধরনের সেবা লাগবে বর্তমান সরকার তার সবটুকু দিতে প্রস্তুত রয়েছে।”

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ শুরু হওয়া এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। মেলায় ৪০টি তথ্য প্রযুক্তি কোম্পানির ৬৪টি স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত