Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিগ ব্যাশে খেলার অনুমতি রিশাদের খেলবেন না বিপিএলে

rishad1
[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার পরই সম্ভাবনার আলো জ্বেলেছিলেন রিশাদ। 

গত আসরে দল পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি এই লেগ স্পিনারের। সেই বাধা এবার থাকছে না। সঙ্গে ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলেও অনুপস্থিত থাকতে পারেন রিশাদ। একই সময় বিগ ব্যাশ ও বিপিএল আয়োজিত হওয়ায় যে কোন একটি টুর্নামেন্ট বেছে নিতে হবে রিশাদকে। বিদেশী বড় লিগে খেলার অভিজ্ঞতার খোঁজে থাকা রিশাদ হয়তো বিগ ব্যাশকেই বেছে নেবেন।

সর্বশেষ আসরে রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স। যা ছিল দলটির প্রথম শিরোপা। এবারের আসরেও রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স।

হোবার্টের পরিকল্পনার বড় অংশজুড়েই আছেন রিশাদ। এ নিয়ে দলটির অধিনায়ক নাথান এলিস জানিয়েছিলেন, “রিশাদ ও রেহানকে নিয়েছি, কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। আমরা রিশাদকে গত বছর নিতে চেয়েছিলাম, এবারও নিতে পেরেছি। ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ইতিমধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে।”

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বিগ ব্যাশের ১৫তম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে জানুয়ারি ২৬ তারিখ। ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশে মাঠে গড়াবে বিপিএল। ক্যারিয়ারের উন্নতির কথা ভেবেই বিপিএলের চেয়ে বিগ ব্যাশকে প্রাধাণ্য দিয়েছেন রিশাদ। বিসিবিও তার চাওয়াকে প্রাধাণ্য দিয়ে আগের মতো অনাপত্তিপত্র আটকে দেয়নি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত