জাতীয় দলের অতীত রূপ নয়। অবসরের পর ঘরের মাঠে ব্যাট হাতে অন্যরকম মূর্তি দেখা গেল মাহমুদউল্লাহর। ঢাকা মেট্রোর হয়ে মাত্র ২২ বলে করলেন অপরাজিত ৪১। ঝড়ো ইনিংসে ছিল তিনটি করে ছক্কা ও চার। মাহমুদউল্লাহর পাওয়ার হিটিংয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তুললো ঢাকা মেট্রো।
একই ম্যাচে “বড় ভাইয়ের” তাণ্ডবের জবাব দিলে চট্টগ্রাম বিভাগের মাহমুদুল হাসান জয়। দুইশো ছোঁয়া স্ট্রাইকরেটে ৩৭ বলে ৭১ করেছেন তিনি। ৪টি চার ও ৬ ছক্কার ইনিংসে মেট্রোর বিপক্ষে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম। এছাড়া মুমিনুল হক ১৮ বলে ৩১ ও শাহাদাত হোসেন দিপুর ৩৬ বলে অপরাজিত ৬৪ রানে ১৬.৫ ওভারেই ৮ উইকেটের জয় পায় চট্টগ্রাম। এ জয়ে ঢাকার পর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা।
অন্যদিকে সিলেটে দিনের প্রথম ম্যাচে স্বাগতিকরা রবিশালের বিপক্ষে ২ উইকেটে জিতেছে অবিশ্বাস্য ভাবে। শেষ দুই ওভারে ৩০ রানের চাহিদা দুই বোলার মিটিয়ে ফেলেন সিলেটের হয়ে। রেজাউর রহমান রাজা ৭ বলে ১৯ ও খালেদ আহমেদ ৯ বলে ১২ রান করেন।
১৪২ রানের লক্ষ্যে নেমে অমিত হাসানের ৩৯, আসাদুল্লাহ গালিবের ২৪ রানে হারের পথেই হাঁটছিল সিলেট। শেষে রাজা ও খালেদ কাকতালীয় ভাবে ম্যাচ ঘুরিয়ে দেন। বরিশালের হয়ে ফজলে মাহমুদ রাব্বির ৪৪ বলে ৬০ ও সালমান হোসেন ইমনের ২১ বলে ৩৫ রান সর্বোচ্চ।