তরুণ অ্যামেচার গলফার মোহাম্মদ সামির হোসেন। জুনিয়র পর্যায়ে জিতেছেন বেশ কিছু ট্রফি। তার লক্ষ্য ইউরোপীয়ান ট্যুর, পিজিএ ট্যুর জেতা। তার আগে যুব এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে শিরোপা জিততে চান সামির। এই আসরে স্বর্ণপদক জিততে চান তিনি।
গণমাধ্যমকে সামির বলেন, “আমার এখন একটাই লক্ষ্য বাহরাইনের মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে উজ্জীবিত করা। আমি স্বর্ণ পদক জিততে চাই। আমাদের দলটা অনেক ভালো। আমি এই ইয়ূথ গেমসের গত দুই মাস থেকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি। সেই সকাল ৬টায় এই কুর্মিটোলা গলফ কোর্সে আসি, যাই রাত ৮টায়। এই মুহূর্তে আমার ধ্যান-জ্ঞান ইয়ূথ গেমস।”
সামির আরও যোগ করেন, “শুধু এশিয়ান ট্যুর নয়, আমি পিজিএ টুর, ইউরোপীয়ান ট্যুর জিততে চাই। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমি বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরতে চাই।”
বাহরাইনে অনুষ্ঠিত এই ৩য় এশিয়ান ইয়ূথ গেমসে সামির ছাড়াও অংশ নিচ্ছেন আরেক অ্যামেচার গলফার মাহমোদুল ইসলাম সৌরভ।