Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Beta
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ভারতের মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ বিদ্রোহী নিহত

manipur
[publishpress_authors_box]

ভারতের মণিপুর রাজ্যে অভিযান চলাকালে আধাসামরিক বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহতরা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন বলে দাবি তাদের।

বুধবারের এ ঘটনায় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মণিপুরের এই ঘটনা সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, “ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের চান্দেল জেলার সমতল গ্রামের কাছে সশস্ত্র বিদ্রোহীদের চলাফেরার খবর পেয়ে বুধবার সেখানে অভিযান চালায় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি দল।

“সেসময় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। জবাবে সেনারাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে বন্দুকযুদ্ধে অন্তত ১০ বিদ্রোহী নিহত হয়।”

মণিপুরের চান্দেলে আধাসামরিক বাহিনীর অভিযান এখনও চলছে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।      

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরজুড়ে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের মধ্যেই বুধবার এ ঘটনা ঘটল।

মণিপুর পুলিশ বলছে, গত শনিবার নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে কমপক্ষে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসের কাছে দাবি করেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল বলেও জানান তিনি।        

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত