Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রাঙামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৬

Rangamati-accident
[publishpress_authors_box]

রাঙামাটির কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। তাকে নিয়ে শনিবার সকালের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

পুলিশ জানিয়েছে, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলো- চট্টগ্রামের রাউজান উপজেলার কাজীপাড়ার বাসিন্দা সোয়াব আলীর ছেলে মো. আবু তাহের (৫০), হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুরের তৈয়ব মিয়ার ছেলে মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), রাঙ্গুনিয়া উপজেলার মাজার গেইট সাদেকনগর এলাকার সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদীন ওরফে আবুল বাশার, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর হাসনাবাদের হোলজারের ছেলে ইজাদুল (২৫) এবং কাউখালী উপজেলার বেতবুনিয়া তালুকদারপাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুন নাহার (৪০)।

নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।

স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া বাজার থেকে একটি অটোরিকশা চট্টগ্রামের দিকে যায় এবং বিপরীত থেকে একটি পিকআপ আসে। অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘটনাস্থলে তিনজন মারা যায়। হাসপাতালে পাঠানো হয় তিনজনকে। তারাও পরে মারা গেছে।

মরদেহগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি, দুর্ঘটনার জন্য যে গাড়ির চালক দায়ী তাকে আইনের আওতায় আনতে পারব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত