Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

66 indian
[publishpress_authors_box]

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি উপজেলার তিনটি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৬৬ জন ভারতীয় নাগরিক। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টার পর থেকে মাটিরাঙা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনসহ মোট ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে। অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।

খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “৬৬ ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করানো হয়েছে। বিষয়টি বিজিবি দেখভাল করছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, বুধবার ভোরে মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করানো হয়। অনুপ্রবেশের পর তারা হাজীপাড়ায় আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা নিজেদের ভারতের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তারা জানান, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এনে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, “বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করছে। অনুপ্রবেশকারীদের দ্রুত পুশব্যাক করা এবং পুশইন যেন বন্ধ হয় সেজন্য কাজ করছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ বিষয়টি নিয়ে বসব।”

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল বলেন, বিষয়টি বিজিবি দেখছে এবং তারা এ বিষয়ে ভালো বলতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত