Beta
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
Beta
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ওম বিড়লাই কি ফের লোকসভার স্পিকার হচ্ছেন 

রাজস্থানের কোটা আসন থেকে এবার এমপি নির্বাচিত হন ওম বিড়লা।
রাজস্থানের কোটা আসন থেকে এবার এমপি নির্বাচিত হন ওম বিড়লা।
[publishpress_authors_box]

ভারতের লোকসভার স্পিকার পদে মনোনয়ন কাকে দেওয়া হবে, এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল ভোটের ফল প্রকাশের পর থেকেই।

পদটিতে কাকে বসানো হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ)। এনিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনেও গুঞ্জন কম ছিল না।

তবে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এনডিএ সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি নেতা ওম বিড়লাকেই ফের তারা স্পিকার পদে মনোনয়ন দেবে।

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পিকার পদের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ৬১ বছর বয়সী ওম বিড়লা।        

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া লোকসভার স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না। সেক্ষেত্রে ওম বিড়লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে স্পিকার পদের দাবি থেকে সরে দাঁড়ালেও ডেপুটি স্পিকারের পদ ছাড়তে রাজি নন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই পদ বিরোধী শিবিরের দখলে রাখতে চান তিনি।

কংগ্রেসের এই নেতা মঙ্গলবার বলেন, লোকসভার স্পিকার পদে ক্ষমতাসীন এনডিএ সরকারের মনোনয়নকে বিরোধীরা সমর্থন দেবে, যদি ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের কাউকে দেওয়া হয়।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এই তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

রাহুলের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, লোকসভার ডেপুটি স্পিকার পদের বিষয়ে বিরোধীদের দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং এখন পর্যন্ত মেনে নেননি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বিজেপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডেপুটি স্পিকার বিরোধী শিবির থেকেই হতে হবে।

লোকসভার ডেপুটি স্পিকারের পদ বিরোধী শিবিরের দখলে রাখতে জোর চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লোকসভার স্পিকার পদের নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে সোমবার রাত পর্যন্ত ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির দুই নেতা। তারা হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

এ বছরের ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়।

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি।

প্রধান বিরোধী দল কংগ্রেস পায় ৯৯টি আসন। এরপরেই আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। লোকসভার ৩৭টি আসনে জয়ী হয় দলটি।     

এবারের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপিকে জোট শরিকদের নিয়ে সরকার গঠন করতে হয়।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ জুন টানা তৃতীয়বারের মতো শপথ নেন। তিনি ছাড়া সেদিন তার মন্ত্রিসভার ৭১ জন সদস্য শপথ নিয়েছিলেন। যাদের মধ্যে পূর্ণমন্ত্রী ৩০ জন এবং প্রতিমন্ত্রী ৩৬ জন। বাকি ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (এসব মন্ত্রণালয়ে কোনও মন্ত্রী থাকবেন না)।

মন্ত্রিসভা শরিকদের সঙ্গে নিয়ে গুছিয়ে নিলেও লোকসভার স্পিকার পদ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল বিজেপি। মঙ্গলবার এই পদে মনোনয়ন প্রক্রিয়া শেষে বুধবার নির্বাচন হওয়ার কথা।   

বিজেপি ও এনডিএর পছন্দ অনুযায়ী ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হলে তিনি হবেন ভারতের লোকসভার ইতিহাসে পরপর দুবার স্পিকার পদে থাকা দ্বিতীয় ব্যক্তি।

রাজস্থানের কোটা আসন থেকে এবারের লোকসভা নির্বাচনে জয়ী ওম বিড়লার আগে কংগ্রেস নেতা বলরাম ঝাকর ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত টানা দুবার স্পিকারের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত