প্রায় তিন বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। কবে এই স্টেডিয়ামে খেলা গড়াবে সেটা যেন কোটি টাকার প্রশ্ন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ফুটবল চালাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে বাফুফের।
ঘরোয়া ফুটবলের আয়োজন নিয়ে মাঠ সঙ্কট তো আছেই। এর ওপর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে একমাত্র ভরসা হয়ে উঠেছে বসুন্ধরা কিংস অ্যারিনা। মাঠ সঙ্কট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে।
তাদের আবেদনের প্রেক্ষিতে কিছুদিন আগে ১০ বছরের জন্য স্টেডিয়াম বরাদ্দ দেয় এনএসসি। এবার সেই বরাদ্দ বাড়িয়ে ২৫ বছর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনএসসির সচিব আমিনুল ইসলাম বলেন, “চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের সময় বাড়ানো হয়েছে। ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে।”
দুয়েক দিনের মধ্যেই বরাদ্দের চিঠি পেয়ে যাবে বাফুফে। এমনটাই জানালেন আমিনুল ইসলাম, “বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি। এটা শুধুই আনুষ্ঠানিকতা। চিঠিও লেখা হয়ে গেছে। আশা করি, আগামী ২-৩ দিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে।”
ফিফার নিয়ম অনুযায়ী, কোনও স্থাপনা যদি ফিফার কোনও সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে, সেখানে ফিফা বিনিয়োগ করে না। যে কারণে এই মাঠের আধুনিকায়নের স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামটি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিল বাফুফে।
বাফুফের দাবিতে সাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ পেয়েছে ফুটবল ফেডারেশন।