Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

লিটন হারের দায় দিলেন শিশিরকে

67
[publishpress_authors_box]

আরব আমিরাতের কাছে এতদিন কোনো ফরম্যাটেই হারেনি বাংলাদেশ। শতভাগ সাফল্যের সেই ধারাটা থামল শারজায়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লিটন দাসরা হারলেন ২০৫ রানের পাহাড়সম স্কোর গড়েও।

হারের কারণ অবশ্যই বাজে বোলিং। লিটন দাস এটা মানলেও দায়টা দিচ্ছেন শিশরকে, ‘‘যে কোনো হারই কষ্টের। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’’

ঐতিহাসিক জয়ের পর আমিরাতের ক্রিকেটারদের উল্লাস।

আমিরাতের এটা টেস্ট খেলুড়ে চতুর্থ দেশের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এত রান তাড়া করে এর আগে কখনো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারায়নি আইসিসির সহযোগী কোনো সদস্য দেশ। এছাড়া এটা ছিল আমিরাতের মাঠে প্রায় ১৬ বছরে ২৬৫ ম্যাচে প্রথমবার কোনো দলের দুইশর বেশি রান তাড়া করে জয়ের নজির।

এভাবে হার মেনে নেওয়া যে কোনো অধিনায়কের জন্য কঠিন। লিটনও লুকালেন না হতাশাটা , ‘‘ বুঝতে হবে যে, যখন এই ধরনের মাঠে খেলবেন, যা দেখে ছোট মনে হয়, শিশির একটা বড় ফ্যাক্টর। আপনি যখন বল করবেন, তখন হিসাব কষতে হবে।’’

৪ ওভারে ৫০ রান দিয়েছেন নাহিদ।

নাহিদ রানা অভিষেকে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৫০। প্রথম তিন ওভারে তিনি খরচ করেন ৪৪ রান। তার ৪ ওভারে ৭টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন আমিরাতের ব্যাটাররা।প্রত্যাশা পূরণ করতে না পারা রানাকে নিয়ে লিটন বললেন, ‘‘রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত