Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সাকিবদের হারিয়ে ফাইনালে রংপুর

567
[publishpress_authors_box]

গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টানা তৃতীয় জয়ে এবারের আসরের ফাইনালও নিশ্চিত করে ফেলল বাংলাদেশের এই দল। আজ তারা হারিয়েছে সাকিব আল হাসানদের দুবাই ক্যাপিটালসকে। রংপুরের ৫ উইকেটে ১৫৮ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ১৫০ রানে গুটিয়ে যায় দুবাই।

৮ রানের জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট রংপুরের। আগামীকাল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে হারলেও ফাইনাল খেলবে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে গায়ানা অ্যামাজন। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪। ৩ ম্যাচ শেষে হোবার্ট হারিকেনস ও সেন্ট্রাল ডিস্ট্রিকটসের পয়েন্ট ২। ৪ ম্যাচে দুবাইয়ের পয়েন্ট ২।

সাকিবের দুবাইয়ের জয়ের জন্য শেষ ১২ বলে দরকার ছিল ২৮ রান। আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম চার বল থেকেই ১৮ রান নিয়ে ফেলেন কায়েস আহমেদ। পাশাপাশি যোগ হয় একটি ওয়াইড রান। রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য দুবাইয়ের সমীকরণ কমে দাঁড়ায় ৮ বলে ৯ রান।

ওমরজাইয়ের পঞ্চম বলে তুলে মারতে গিয়ে জাদরানের হাতে ক্যাচ দেন কায়েস। পরের ওভারে খালেদ আহমেদের দ্বিতীয় বলে জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেষ ব্যাটার ডমিনিক ড্রেকস। তাতে ৮ রানের রোমাঞ্চকর জয় পায় রংপুর। সাইফ হাসান নেন ২০ রানে ৩ উইকেট।

৭৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন সাকিব। প্রথম ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা এই বাঁহাতি ফেরেন ৬ বলে ৩ রান করে। সাইফ হাসানের বলে নুরুল হাসানের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। এর আগে বল হাতে ৪ ওভারে ১৬ রানে ১ উইকেটর নেন সাকিব। রংপুরের হয়ে ৩২ বলে ৪১* করে ম্যাচ সেরা হন ইফতিখার আহমেদ। সৌম্য সরকার করেছিলেন ২৮ বলে ৪ ছক্কায় ৩৬।  এছাড়া নুরুল হাসান ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত