দক্ষিণ আফ্রিকার সঙ্গে দাপট ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১৩০ রানে। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচ জিতল ১০৪ রানে। বাংলাদেশের ৬ উইকেটে ২৬৫ রানের জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৬১-তে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল বাংলাদেশ। মঙ্গলবার শেষ ম্যাচে হারলেও ২-১’এ সিরিজ জিতবে বাংলাদেশই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ১০ বছরে চারটি যুব ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, জিতেছে চারটিতেই।
উইলোমুর পার্কে প্রথমে ব্যাট করে বাংলাদেশ পায় ৬ উইকেটে ২৬৫ রানের পুঁজি। রিফাত বেগ ও জাওয়াদ মিলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। পাওয়ার প্লে শেষে ইনিংসের ১২তম ওভারে তাদের জুটি ভাঙেন বোথা।
অধিনায়ক আজিজুল হাকিম করেন ৯০ বলে ৬৭ রান। ওপেনার জাওয়াদ আবরার ৫৩ বলে ৬ ছক্কা ও এক বাউন্ডারিতে করেন ৫৭। ফিফটি করেন চারে নামা রিজান হাসান। ৭১ বলে ৫২ রানের ইনিংস খেলে জেমসকে উইকেট দিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। প্রথম ওয়ানডেতেও ফিফটি করেছিলেন জাওয়াদ ও রিজান।
জবাবে ৩০.৪ ওভারে অলআউট দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ১৪ রানে তারা হারিয়েছিল ৩ উইকেট। সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাসন রোলেস। ২টি করে উইকেট আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলামের।