হামজো চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। লিস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ মাতিয়ে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। এবার লিস্টারের অবনমনের কারণে প্রিমিয়ারে খেলা হবে না হামজার। তবে মর্যাদার এই লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে ঠিকই। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।
ফারহানের মা–বাবা দুজনেই বাংলাদেশি, তবে তার জন্ম ইংল্যান্ডে। চেলসির একাডেমিতে ক্যারিয়ার শুরুর পর ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব–১২ দল ছেড়ে যোগ দেন ফুলহামে। তখন থেকেই খেলছেন ফুলহামের বয়সভিত্তিক দলগুলোতে। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
গত মৌসুমে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন অনেকদিন। চোট কাটিয়ে ফিরে ফুলহাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন ১৮ বছর বয়সী এই লেফট উইঙ্গার।
এরপর ডাক পান ফুলহাম অনূর্ধ্ব-২১ দলে। প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে গোল করেছিলেন ফারহান। গতকাল (বৃহস্পতিবার) ফুলহাম মূল দলের হয়েই চুক্তি করলেন ফারহান।
চুক্তি স্বাক্ষরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘‘ফুটবল শুরু করার পর থেকেই এই মুহূর্তের জন্য পরিশ্রম করে যাচ্ছি। এখন আমি এই পর্যায়ে আছি, অসাধারণ অনুভূতি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল। আমার পরিবারও সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে।’’
মা–বাবার বাংলাদেশি হওয়ায় ফারহানও আলোচনায় থাকবেন বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার। তবে আরও পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশ নাকি ইংল্যান্ড বেছে নেন সেটাই দেখার।