Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

ইকবাল হোসেন নিয়েছেন ৪ উইকেট। ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট
ইকবাল হোসেন নিয়েছেন ৪ উইকেট। ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট
[publishpress_authors_box]

আগের ম্যাচে ছন্দ হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা। টানা দুই জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। আজ (শুক্রবার) সেই ব্যর্থতা পেছনে ফেলে যুবারা উড়িয়েই দিলেন জিম্বাবুয়েকে। ৮ উইকেটের জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নাম লেখাল ফাইনালেও।

শুরুতে ব্যাট করে জিম্বাবুয়ে গুটিয়ে যায় কেবল ৮৯ রানে। ইকবাল হোসেন ইমন নেন ৪ উইকেট। বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার নেন ২৬ রানে ২ উইকেট। স্বাধীন ইসলাম ১ ওভার বল করে নেন ২ উইকেট।

জবাবে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছেন যুবারা। আগের দিন ফিফটি করা অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপরাজিত ছিলেন ৪৭ রানে। তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। রিজান অপরাজিত ছিলেন ২১ রানে।

সমান চার ম্যাচে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৬। জিম্বাবুয়ে চার ম্যাচের চারটিতে হেরে এখনও কোনো পয়েন্ট পায়নি।

 বাকি থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ের পয়েন্ট চারের বেশি হবে না।  তাই ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল: ২২.৩ ওভারে ৮৯ (লাবাঙ্গানা ২৬, এনদিওয়েনি ২০; ইকবাল ৪/২৭, স্বাধীন ২/১) ; বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৫.১ ওভারে ৯১/২ (আজিজুল ৪৭*, রিজান ২১*, কালাম ২০; মাজভিতোরেরা ২/২৯) ; ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত