ওভাল টেস্ট জিততে শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান আর ভারতের ৪ উইকেট। হেভি রোলারও দেওয়া হয়েছিল পিচে। কিন্তু মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণার আগুন ঝরানো বোলিংয়ে আর পেরে উঠেনি ইংল্যান্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নেন পেসার সিরাজ ও ১২৬ রানে ৪ উইকেট নেন আরেক পেসার কৃঞ্চা। ভারতের রুদ্ধশ্বাস ৬ রানের এই জয়ের পেছনে আবার ষড়যন্ত্র দেখছেন পাকিস্তানি সাবেক পেসার সাব্বির আহমেদ। তার দাবি, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ভেসলিন ব্যবহার করেছেন!
I think
— Shabbir Ahmed Khan (@ShabbirTestCric) August 4, 2025
India used Vaseline
After 80 + over
Ball still shine like new
Umpire should send this ball to lab for examine
‘এক্সে’ সাব্বির লিখেছেন, ‘‘আমার ধারণা ভেসলিন ব্যবহার করেছে ভারত। ৮০+ ওভার পরও বল নতুনের মতো চকচক করছিল। আম্পায়ারদের উচিত এই বল ল্যাবে পরীক্ষা করা।’’
পাকিস্তানের হয়ে ১০ টেস্টে সাব্বিরের উইকেট ৫১টি। ৩২ ওয়ানডেতে নিয়েছেন ৩৩ উইকেট। একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে পাননি কোন উইকেটের দেখা। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধও হয়েছিলেন ২০০৭ সালে শেষবার পাকিস্তানের হয়ে খেলা সাব্বির।