Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

দেশের ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকের পর রোনালদোর বার্তা

r5
[publishpress_authors_box]

আল নাসর প্রায় ছেড়েই দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। নানা নাটকের পর শেষ পর্যন্ত থেকে গেছেন সৌদি আরবের ক্লাবটিতে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও দেখাচ্ছেন নিজের ঝলক।

তার নিজের দেশ পর্তুগালের ক্লাব রিও আভের বিপক্ষে এবার হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। শুক্রবার রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরও জিতল ৪-০ গোলে। আর ম্যাচ জিতে সমর্থকদের ‘এক্স’-এ বার্তা দিলেন রোনালদো। তিনি লিখেছেন, ‘‘চেষ্টা চালিয়ে যাও, আরও অনেক কিছু করার বাকি আছে।’’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।

এরপর তিনি কথা বলেছেন ব্যালন ডি’অর নিয়েও। পাঁচবার ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তির মতো আটবার ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় ঠাঁই পাননি। তারা দুজন জায়গা পাননি আগেরবারও। এ নিয়ে‘স্পোর্ট টিভি পর্তুগাল’কে রোনালদো বললেন, ‘‘আমার কাছে এটা মনগড়া লাগে।’’

১৫ মিনিটে সিমাকানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। ৪৪ মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স যোগ দিয়েছেন আল নাসরে। তার অসাধারণ অ্যাসিস্টে ডান পায়ে নেওয়া শটে বল বিপক্ষের জালে জড়ান রোনালদো। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল আল নাসর।

৬৩ মিনিটে ওয়েসলির পাস থেকে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৬৮ মিনিটে হ্যাটট্রিক করেন পেনাল্টি থেকে গোল করে। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন রোনালদো।

অপর প্রীতি ম্যাচে মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজ ও বনি একটি করে গোল করেন ইন্টারের হয়ে। এছাড়া চেলসি ২-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুজেনকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত