Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঋতুপর্ণার বাড়ি তৈরিতে ১৫-১৮ লাখ খরচ হবে বিসিবির

বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সবকিছু ঠিক থাকলেও তার এলাকা থেকেই অজ্ঞাত বাধা আসে। সেসব কেটে যাচ্ছে। বিসিবি থেকেই ঋতুপর্ণার গ্রামের বাড়ী তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি থেকে ইতিমধ্যে সাফ জয়ী এই ফুটবলারের বাড়ী তৈরির ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। জেলার ইজ্ঞিনিয়ারদের সঙ্গে কথা বলে আনুমানিক ব্যায় ঠিক করা হয়েছে ১৫ থেকে ১৮ লাখ টাকা। কবে নাগাদ বাড়ির কাজ শুরু হবে তা নির্দিষ্ট না হলেও বাড়ি তৈরির ঘোষণা এসেছে বিসিবির শনিবারের সভা শেষে।  

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য রাঙামাটির ঘাগড়া বাজারের কাছাকাছি সরকার থেকে জমি পেয়েছিলেন এই ফুটবলার।

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত