Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Beta
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

লিভারপুলকে হারিয়ে প্রথমবার কমিউনিটি শিল্ড জিতল প্যালেস

l1
[publishpress_authors_box]

দিয়োগা জোতার ২০ নম্বর জার্সিটা তুলে রেখেছে লিভারপুল। অকাল প্রয়াত এই তারকার স্মরণে কমিউনিটি শিল্ডের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন লিভারপুল ও ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়রা। তাতে শামিল ছিলেন ওয়েম্বলির দর্শকরাও।

ম্যাচের ২০ মিনিটে গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে স্মরণ করছিলেন জোতাকে। আর ২০ মিনিট ২০ সেকেন্ডে কিনা গোল করলেন লিভারপুলে নতুন আসা জার্মেই ফ্রিমপং! পৃথিবীর ওপার থেকে নিশ্চয়ই এই গোল দেখে মজা পেয়েছেন জোতা।

এই গোলটাও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেনি। দুবার এগিয়ে গিয়েও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে লিভারপুল। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে বাজিমাত প্যালেসের। নিজেদের ইতিহাসে প্রথমবার কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করল তারা।

ইংলিশ মৌসুম শুরু হয় প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ী দলের এই ম্যাচ দিয়ে। গতবার প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল আর এফএ কাপ ক্রিস্টাল প্যালেস। লিভারপুলকে হারিয়ে প্যালেস বার্তা দিয়ে রাখল নতুন মৌসুমেও ভালো কিছু করার।

কমিউনিটি শিল্ডের নিয়মে অতিরিক্ত সময় না থাকায় ২-২ সমার পর ম্যাচ চলে যায় সরাসরি টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে লিভারপুলের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছে মোহাম্মাদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হার্ভি এলিয়ট। দুটি শট ঠেকিয়ে প্যালেসের নায়ক গোলরক্ষক ডিন হেন্ডারসন।

 লিভারপুল গোলরক্ষক আলিসন প্রতিপক্ষের এবেরেচি এজে ও বোর্না সোসার শট ঠেকিয়েছিলেন। তবে শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে উচ্ছ্বাসে ভাসান জাস্টিন ডেভেনি।

লিভারপুল এবার ৯ খেলোয়াড় বিক্রি করেছে ১৯৬ মিলিয়ন পাউন্ডে। আর ৬ খেলোয়াড় কিনেছে ৩০৯ মিলিয়ন পাউন্ডে। সেই নতুন খেলোয়াড়দের দ্যুতিতেই চমকাল অলরেডরা। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন ফ্রাঙ্কফুর্ট থেকে আসা হুগো একিতিকে।

ফ্লোরিয়ান ভির্টৎসকে বল দিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন ৯৫ মিলিয়ন ইউরোয় লিভারপুলে আসা এই ফরাসি ফরোয়ার্ড। ফিরতি বল বক্সের বাইরে পেয়ে দারুণ শটে জালে জড়ান তিনি।

১৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জিয়ান ফিলিপ মাতেতা। ভার্জিল ফন ডাইক বক্সে ইসমালা সারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপর ২০ মিনিট ২০ সেকেন্ডে জার্মেই ফ্রিমপংয়ের সেই স্মরণীয় গোল। পুরো গ্যালারিই উদযাপন করেছিল সেই গোল।

লিভারপুল দাপট দেখিয়ে খেললেও ক্রিস্টাল প্যালেস হাল ছাড়েনি কখনও। ৭৭ মিনিটে ইসমালা সারার গোলে সমতা ফিরিয়ে ফেলে তারা। নিজেদের অর্ধে বল হারিয়েছিলেন কডি গাকপো। সেটা পেয়ে অ্যাডাম হোয়ারটনের বাড়ানো পাস জালে জড়ান ইসমালা। এরপর ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত প্যালেসের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত