এশিয়া কাপে দুটি ম্যাচই খেলেছেন তানজিম হাসান সাকিব। হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট আর শ্রীলঙ্কার সঙ্গে নিয়েছিলেন ২৩ রানে ১ উইকেট। তার আগ্রাসনের প্রশংসা করেছিলেন অনেকে। এরপর আর একাদশে জায়গা হয়নি তার। তবে আজ ভারতের বিপক্ষে একাদশে সাকিবকে চাইলেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
ম্যাচের আগে ‘ক্রিকবাজ’-এ হার্শা বললেন, ‘‘তারা সেই বোলারকে দলে নিচ্ছে না যাকে আমি পছন্দ করি, তানজিম সাকিব। সে ভালো বোলার। তারা তানজিমকে দলে নিচ্ছে না কারণ তারা তাসকিন এবং অন্যদের কাছে ফিরে গেছে, তারা শরীফুলকে নিয়েছে যার কিছুটা সুইং আছে।’’
মোস্তাফিজকে অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘‘আমার কাছে প্লেয়ার টু ওয়াচ আউট হলেন মোস্তাফিজ, যদি পিচ ভালো থাকে। সে আবার ভালো বোলিং করতে শুরু করেছে। সে একটি সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল, যখন সে এতটা ভালো বোলিং করছিল না। এখন সে ভালো বোলিং করতে শুরু করেছে।’’
সাইফ হাসান একটা সময় ছিলেন টেস্ট ব্যাটার। সেই সাইফ দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাকে নিয়ে হার্শার উচ্ছ্বাস, ‘‘গত ম্যাচে সাইফ হাসান রান পেয়েছেন। আমি কোথাও পড়েছিলাম যে তাকে বিপিএলের কোনো দলই নেয়নি, অথচ সে ফিরে এসেছে এবং ভালো করেছে। সাইফ আর তানজিদ হয়তো ইনিংস ওপেন করবে।”
তিনি আরও যোগ করেন, “সম্ভবত ইমন খেলবে না, যদি না লিটনের খেলা নিয়ে কোনো প্রশ্ন থাকে। আর মিডল অর্ডারে হৃদয় চার নম্বরে ভালো করছে, এটি তাদের জন্য বড় বিষয়।’’
ভারতীয় দল নিয়ে হার্শা ভোগলে বললেন “সূর্যকুমার আমার কাছে দেখার মতো খেলোয়াড়। সে যে কোনো পরিস্থিতিতে ম্যাচের গতি বদলে দিতে পারে। বুমরাকে ছন্দে ফিরে আসতে দেখতে চাই।’’