নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রতিবেশী দেশটির সরকার প্রধানের সঙ্গে গত এক বছরে এনিয়ে তৃতীয়বার বৈঠক করলেন ড. ইউনূস।
বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন তিনি। এছাড়াও বৈঠক করেন কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক পৌঁছান ড. ইউনূস। এই সফরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ছয় নেতা তার সঙ্গে রয়েছেন।
তথ্যসূত্র : বাসস