Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচন : ফরম নিলেন কণ্ঠশিল্পী-ব্যবসায়ী-নির্বাচকও

yu9
[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৬ অক্টোবর। এ নিয়ে মিরপুর শেরে-ই-বাংলা প্রাঙ্গণে মিলনমেলা বসছে প্রতিদিনই। শনিবার তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ৬০ জন। তাতে যেমন আছেন আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, ফারুক আহমেদের মত সাবেক অধিনায়করা। তেমনি আছেন কণ্ঠশিল্পী, ব্যবসায়ী এমনকি বিসিবির একজন নির্বাচকও। মনোনয়ন ফরম নিয়ে আব্দুর রাজ্জাক অবশ্য পদত্যাগ করেছেন নির্বাচক প্যানেল থেকে।

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন  ৩২ জন। 

ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এই ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ফরম নিলেও নির্বাচন করতে আগ্রহী নন বলেই জানিয়েছেন।

বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক কাউন্সিলর হয়েছেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন তিনি। খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক হওয়ার কথা। খুলনা বিভাগে জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিনটি।

নির্বাচক পদ ছেড়ে নির্বাচন করা নিয়ে রাজ্জাক গণমাধ্যমে জানিয়েছেন , ‘‘আমি বিসিবির নির্বাচক পদে এত দিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’’

কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্যাটাগরি ১ থেকে চট্টগ্রাম বিভাগের হয়ে পরিচালক পদের মনোনয়ন ফরম নিয়েছেন। এই ক্যাটাগরিতে ঢাকা বিভাগের হয়ে ফরম নিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম।

তামিম ইকবাল নির্বাচন করবেন ক্যাটাগরি ২ থেকে। এই ক্যাটাগরি থেকে ফরম নিয়েছেন ফাহিম সিনহা, মনজুর আলম, শানিয়ান তানিম, ইশতিয়াক সাদেকরা। বিসিবির গঠনতন্ত্র অনুসারে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর তিন নম্বর ক্যাটাগরি থেকে নির্বাচিত হন ১ জন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত