অভূতপূর্ব দৃশ্য। একটা দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি! সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শুরু হয় অনেক দেরীতে। পরে ট্রফি ছাড়াই কল্পিত উদযাপন করেন সুর্যকুমার যাদবের দলের খেলোয়াড়রা। বিসিবি সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুলও।
সূর্যদের ট্রফি না নেওয়া বিতর্কে অবশ্য জড়াতে চাননি বুলবুল। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তখন জানিয়েছেন ভারতের কাছে শিরোপা পৌঁছে দেয়ার চেষ্টা করার কথা, ‘‘বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে।’’
বুলবুল আরও যোগ করেন, ‘‘এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে। তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো, তারা চ্যাম্পিয়নস ট্রফি নিতে চায়নি।’’
ফাইনালে থাকতে পারত বাংলাদেশও। এ নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর পরামর্শ দিয়েছেন বুলবুলকে। তিনি বললেন, ‘‘এইমাত্র গৌতম গম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন আরেকটু কাজ করতে হয়। আমিও তার সাথে একমত যে আমাদের ব্যাটিংটা নিয়ে কাজ করা উচিত। প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। তারপরে আমি বলব যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। বাট আমরা জিততে পারিনি। বাট আফসোস নেই।’’