রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষে এখন বার্সেলোনা। নিজেদের মাঠে রবিবার ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। আলভারো ওদ্রিওসোলার গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল কাতালানরা। তবে বার্সার হয়ে জুলস কুন্দে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন রবার্ত লেভানদোস্কি।
৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ।
৩১তম মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। আন্দের বারেনেচেয়ার পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে স্লাইড শটে গোল করেন আলভারো ওদ্রিওসোলা।
৪৩তম মিনিটে বাঁ দিক থেকে মার্কাস রাশফোর্ডের কর্নারে হেডে সমতা ফেরান ফরাসি ডিফেন্ডার কুন্দে।
৫৮তম মিনিটে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রুনি বার্দগিকে তুলে চোট কাটিয়ে ফেরা ইয়ামালকে নামান বার্সেলোনা কোচ। মাঠে নামার এক মিনিটের মধ্যে তার ক্রসে করা হেডে বার্সাকে এগিয়ে দেন লেভানদোস্কি।
এদিকে প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। সেন্ট জেমস পার্কে ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। ম্যাচের তিনটি গোলই হয়েছে হেডে। জার্মান ফরোয়ার্ড নিক ভল্টামাডা ৩৪তম মিনিটে এগিয়ে নেন নিউক্যাসলকে।
৮৪ মিনিটে ডেকলান রাইসের ক্রসে করা হেডে সমতা ফেরান মিকেল মেরিনো। আর আট মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগোরের কর্নারে হেডে গোল করে আর্সেনালকে উল্লাসে ভাসান গাব্রিয়েল মাগালিয়াইস।
৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।