Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Beta
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতকে নির্বাসিত করার দাবি রশিদের, নাকভিকে একহাত বিসিসিআইয়ের

ট্রফি ছাড়াই উদযাপন ভারতীয়দের। ছবি : এক্স
ট্রফি ছাড়াই উদযাপন ভারতীয়দের। ছবি : এক্স
[publishpress_authors_box]

পাকিস্তান ও এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। ট্রফি ছাড়াই মঞ্চের সামনে গিয়ে উচ্ছ্বাস করেছে তারা। বিরল ঘটনাই এটা। এজন্য ভারতীয় দলকে নিষিদ্ধের দাবি জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি এবং পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। নিঃসন্দেহে ওদের নির্বাসিত করা উচিত আইসিসি-র। অন্য কোনও খেলা হলে সহজেই বিষয়টির সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসি-র চেয়ারম্যান, সিইও, সিএফও, বাণিজ্যিক বিভাগের প্রধান এবং প্রতিযোগিতা বিভাগের প্রধানরা সবাই ভারতীয় হওয়ায় নির্বাসনের সম্ভাবনা কম।’’

তিনি আরও লিখেছেন, “ক্রিকেটের কুৎসিত দিন। একটা ভদ্রলোকের খেলার সংস্কৃতির বিরোধী কাজ করেছে ভারতীয়রা। তা-ও আবার দিনের আলোয় সকলের সামনে।”

পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, “ক্রিকেটারেরা কতটা পরিশ্রম করেছে দেখুন। গরমের মধ্যে খেলেছে, কঠোর পরিশ্রম করেছে। এ সব কিসের জন্য? ট্রফি জিততে। তার পরে ওরা ট্রফি নিতেই এল না। আজ হয়তো বিষয়টা নিয়ে ওরা ওদের মতো করে উৎসব করছে। তবে কয়েক বছর পরে এই ঘটনা ওদের কুড়ে কুড়ে খাবে।”

এদিকে ট্রফি আর পদক নিয়ে হোটেলে চলে যাওয়ায় মহসিন নাকভিকে একহাত নিয়েছে বিসিসিআই। বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব সাইকিয়া বলেছেন, ‘‘ আমরা ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি। কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক সেই ট্রফি আর মেডেলগুলো, যেগুলো আমাদের দেশকে দেওয়ার কথা, নিজের হোটেল রুমে নিয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার সুস্থ বুদ্ধি জাগ্রত হবে বলে আশা করছি আমরা।’’

ভারতের ট্রফি না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘‘আমরা সেই ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে পারি না, যিনি এমন একটি দেশকে প্রতিনিধিত্ব করেন, যে দেশ আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি।’’

এ নিয়ে সংবাদ সম্মেলনে উল্টো সূর্যকুমার উল্টো বলেছেন, ‘‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’’

 বিতর্ক ছাপিয়ে দারুণ এক উদাহরণও সৃষ্টি করেছে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ভারতের হয়ে নিজের সব ম্যাচ ফি সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে পাকিস্তান দিয়েছে ‘অপারেশন সিঁদুরের’ হামলায় আক্রান্তদের। ম্যাচ ফি দেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেছেন, ‘‘এই টুর্নামেন্টে খেলা সব ম্যাচ ফি আমি সেনাবাহিনীকে দিতে চাই।’’

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দল লিখেছে, ‘পাকিস্তান ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করছে ৭ মে হামলায় শহীদ হওয়া নিষ্পাপ প্রাণগুলোকে। যেখানে শিশুসহ বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত