Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Beta
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ, হাত মেলাবেন না পাক-ভারতের নারী ক্রিকেটাররা

b6
[publishpress_authors_box]

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। কলম্বোয় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে নিগার বলেছিলেন অন্তত দুটি জয়ের লক্ষ্যের কথা। এর একটি পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে নিগার বললেন, ‘‘পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালোই হবে। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। তাই প্রতিযোগিতা বেশ জমবে।’ ’র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

তারিখবিপক্ষভেন্যু
২ অক্টোবরপাকিস্তানকলম্বো
৭ অক্টোবরইংল্যান্ডগুয়াহাটি
১০ অক্টোবরনিউজিল্যান্ডগুয়াহাটি
১৩ অক্টোবরদ. আফ্রিকাবিশাখাপত্তম
১৬ অক্টোবরঅস্ট্রেলিয়াবিশাখাপত্তম
২০ অক্টোবরশ্রীলঙ্কানাবি মুম্বাই
২৬ অক্টোবরভারতনাবি মুম্বাই

পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট পাওয়ার খবরটি নিগার পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক ফোন করে নিগারকে জানিয়েছিলেন বাংলাদেশ কোয়ালিফাই করেছে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েই নিগার ও সানার বন্ধুত্ব।

আইসিসি ডিজিটালে বন্ধুত্বের গল্পটা বলেছেন নিগার। আজ অবশ্য বন্ধু থেকে শত্রু হবেন দুজন। বাংলাদেশ অধিনায়ক আইসিসিকে বললেন , ‘‘মাঠে নামার পর ফাতিমা সানাকে আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।’’

দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলছে তারা। ৮ দলের বিশ্বকাপে প্রতিটি দল সবার বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেমিফাইনালে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল।

টুর্নামেন্টে আছে ভারত-পাকিস্তানও। তারা কলম্বোয় মুখোমুখি হবে রবিবার। এশিয়া কাপে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। বিশ্বকাপে ছেলেদের মতো একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও।

 ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, “বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।”

এদিকে বুধবার বিশ্বচ্যাম্পিয়নের মতোই শুরু করেছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারাল তারা। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডকে টানা ১৬ ম্যাচ হারাল অস্ট্রেলিয়া। তাদের ৩২৬ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ২৩৭ রানে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত