Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
Beta
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সাইফ, চোটের কারণে নেই লিটন

saif hasan
[publishpress_authors_box]

এমনিতে পাওয়া সুযোগ নয়, পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দারুণ পারফরম করে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। সাইফ ফিরলেও লিটন দলে নেই। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও খেলা হচ্ছে না তার।  

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি।  মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলে পরিবর্তন নেই খুব বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।

অধিনায়ক মিরাজসহ নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও নাহিদ রানা শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন। এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় আছেন বাঁহাতি টপ-অর্ডার মোহাম্মদ নাঈম শেখ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

বাংলাদেশের ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত