Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, নির্বাচনে জিতলেন যাঁরা

am2
[publishpress_authors_box]

বিসিবিতে টি-টোয়েন্টি খেলতে এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই বুলবুলই টেস্ট খেলবেন এখন। বিসিবির নির্বাচনে আগামী চার বছরের জন্য আবারও সভাপতি হয়েছেন তিনি। তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর এমনিতেই আমিনুলের সভাপতি হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। সেই আনুষ্ঠানিকতাই সম্পন্ন হল আজ।

আজ রাজধানীর পাঁচ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে  পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। তাদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল। সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন।

একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তারা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। শাখাওয়াতের সহসভাপতি হওয়াটা চমক। কারণ এখানে ভাবা হচ্ছিল নাজমুল আবেদীন ফাহিমের নাম।

ক্যাটাগরি-১’এ সমান ১৫ ভোট আমিনুল ইসলাম বুলবুল ও  নাজমুল আবেদীন ফাহিমের। ক্যাটাগরি-২’এ সবচেয়ে বেশি ৪২ ভোট পেয়েছিলেন ফারুক আহমেদ , ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম।

দুই ক্যাটাগরিতে প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও নির্বাচনের মাঠে ছিলেন ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ। সেখানে দেবব্রতকে বিশাল ব্যবধানে হারিয়েছেন খালেদ মাসুদ। ৪৫টি ভোটের মধ্যে এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৪৩টি, যার একটি বাতিল হয়েছে। বাকি ৪২ ভোটের ৩৫টি পেয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। 

বিসিবির পরিচালনা পর্ষদ

ক্যাটাগরি – ১

ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম (১৫ ভোট), নাজমুল আবেদীন ফাহিম (১৫ ভোট)

চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

খুলনা বিভাগ: আবদুর রাজ্জাক, জুলফিকার আলী খান

রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান (৭ ভোট)

রংপুর বিভাগ: হাসানুজ্জামান (৭ ভোট)

সিলেট বিভাগ: রাহাত শামস

বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন

ক্যাটাগরি – ২

ফারুক আহমেদ (৪২ ভোট), ইসতিয়াক সাদেক (৪২), শানিয়ান তানিম (৪২), আমজাদ হোসেন (৪১), মেহরাব আলম চৌধুরী (৪১), মোকছেদুল কামাল (৪১), আদনান রহমান (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), মনজুর আলম (৩৯), এম নাজমুল ইসলাম (৩৭), ইফতেখার রহমাস (৩৪)

ক্যাটাগরি – ৩

খালেদ মাসুদ পাইলট (৩৫ ভোট)

জাতীয় ক্রীড়া পরিষদ

এম ইসফাক আহসান,⁠ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

আরও পড়ুন

সর্বাধিক পঠিত